শিমুল কান্তি পাল,স্টাফ রিপোর্টার ::- প্রথমে কয়েকটি কলাগাছ একসঙ্গে বেঁধে তৈরি করা হয় ভেলা। ওই ভেলার ওপর কঁচুরিপানা সাজিয়ে তার ওপর দুই থেকে তিন ইঞ্চি পরিমাণ মাটি দিলেই বীজতলা তৈরি হয়ে যায়। মৌলভীবাজারের বেশ কয়েকটি উপজেলায় এই ভেলায় আমনের বীজতলা তৈরি করা হয়েছে।
জেলার বেশ কয়েকটি উপজেলা নিচু অঞ্চলে হওয়ায় বন্যা ও জলাবদ্ধতা লেগেই থাকে। এ থেকে রক্ষা পেতে ভাসমান বীজতলা তৈরি করে চারা উৎপাদন করছেন তারা।
কৃষকরা বলছেন, এ পদ্ধতিতে চারা উৎপাদনে খরচও কম। এক একটি ভেলা অন্তত ১০ মিটার হলে ভালো। নদীতে তৈরী করা হলে ভেলাটি যেন স্রোতে ভেসে না যায়, এজন্য তা চারদিক দিয়ে খুঁটি দিয়ে সেটির সঙ্গে বেঁধে রাখতে হয়।
মৌলভীবাজার কৃষি অফিস থেকে জানা যায়, ভাসমান এই বীজতলা তৈরি করে শুরুতেই সফলতা পাওয়া গেছে। এবার জেলায় ১৬০টি ভাসমান বীজতলা তৈরি করা হয়। এরমধ্যেই সদরে ২৪, শ্রীমঙ্গলে ২৪, কমলগঞ্জে ২০, রাজনগরে ২৪, কুলাউড়ায় ২৪, বড়লেখায় ২৪, জুড়ীতে ২০টি ভাসমান বীজতলা রয়েছে। আমন মৌসুমের বি আর ২২ জাতটি ভাসমান বীজতলায় রোপণ করা হয়। এর বাইরে কমিউনিটি বীজতলা রয়েছে রাজনগর, কমলগঞ্জ ও সদর উপজেলায়। কমিউনিটি হচ্ছে একজন চাষিকে ১ বিঘা সমপরিমাণ বীজতলা দেওয়া হয়। আর ১৬০টির মধ্যে ৪০ জন কৃষককে চারটি করে বেড দেওয়া হয়েছে।
স্থানীয় বুদ্ধিমন্তপুর গ্রামের কৃষক মিনাকত মিয়া জানান, বৃষ্টিপাত ও জলাবদ্ধতার কারণে প্রতিবছরই তার বীজতলা নষ্ট হয়ে যেত। এভাবে অনেক কৃষকই ক্ষতিগ্রস্ত হন। এ কারণে ঠিক সময়ে জমিতে চারা রোপণ করতে পারতেন না তারা। সেইসঙ্গে একই বীজের জন্য দুইবার বীজতলা তৈরিতে খরচও বেশি পড়ে যেত। কিন্তু এবার কৃষি বিভাগের পরামর্শে আটটি ভেলায় ভাসমান বীজতলা তৈরি করে বেশ লাভবান হয়েছেন তিনি।
একই গ্রামের কৃষক রাজু মিয়া বলেন, ‘ভেলায় ভাসমান বীজতলা করতে গিয়ে আমার মাত্র ১ হাজার ৪০০ টাকা খরচ হয়েছে। যেখানে জমিতে এই বীজতলা তৈরি করতে ৩ হাজার টাকার বেশি খরচ হতো।’ চারা তোলার পর বীজতলা তৈরি করা ওই ভেলায় তিনি শাক সবজির চাষ করবেন বলেও জানান।
মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী লুৎফুল বারী জানান, প্রতি বছর বন্যা আর অতিবৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় মৌলভীবাজারে বেশিরভাগ কৃষক বীজের জন্য সঠিক সময়ে চাষাবাদ করতে পারেন না। এ সমস্যা থেকে মুক্তি পেতে এবার ভাসমান বীজতলা তৈরির উদ্যোগ নেওয়া হয়। প্রাথমিক পর্যায়ে এ উদ্যোগের সফলতা পাওয়া গেছে।
সম্পাদক ও প্রকাশক : সামিউল্লাহ সামি। নির্বাহী সম্পাদক : মহসিন রায়হান। ব্যবস্থাপনা সম্পাদক : আকরাম হোসাইন। সহ-ব্যবস্থাপনা সম্পাদক : ওমর ফারুক। আইন উপদেষ্টা : মোঃ তৌহিদুল ইসলাম, এডভোকেট বাংলাদেশ সু্প্রিম কোর্ট ঢাকা।
প্রধান কার্যালয় : ২১৯ মাজার রোড, মিরপুর, ঢাকা-১২১৬। বার্তা ও সম্পাদকীয় কার্যালয় : আরএকে টাওয়ার (৯ম তলা), প্লট নং ১/এ, নিশাত নগর, তুরাগ, উত্তরা, ঢাকা-১২৩০। 📲 মোবাইল : ০১৭১৩৯২৬২৭৭, ০১৭১০১০১৬৯৯। বিজ্ঞাপন : ০১৭৭ ৯৭৪৬৬০৭ ☎️ ফোন : +৮৮০৯৬৩৮১৯২৪।
📧 Email : khoborerdakghar@gmail.com
“দৈনিক খবরের ডাকঘরে” প্রকাশিত সকল লেখার দায়ভার লেখক/প্রতিনিধির। আমরা লেখক/প্রতিনিধির চিন্তা ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল। প্রকাশিত লেখার সঙ্গে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল সব সময় নাও থাকতে পারে । তাই যে কোনো লেখার জন্য অত্র পত্রিকা দায়ী নহে। ডেইলি খবরের ডাকঘর
about-us contact-us privacy-policy terms-and-conditions
সর্বস্বত্ব সংরক্ষিত খবরের ডাকঘর. কম ©২০১৮ -২০২১||
Leave a Reply