জেমস্ আব্দুর রহিম রানা, স্টাফ রিপোর্টার : যশোরের মনিরামপুরে কৃষকের তিন শতক জমি দখল করে পাকা সড়ক নির্মাণের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, সড়কের জন্য নির্ধারিত সরকারি জমি থাকলেও ঠিকাদার স্থানীয় কৃষক মীর নওশের আলীর তিন শতক জমি দখলের পর পাকা সড়ক নির্মাণকাজ শুরু করেছেন। কাজটি তদারকি করছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। কৃষক মীর নওশের আলী তার জমি ফেরত পেতে জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। তবে এখনও প্রতিকার মেলেনি। বরং অভিযোগ দেওয়ায় জমির মালিককে প্রাণনাশের হুমকি দিয়েছেন ঠিকাদার।
সংশ্নিষ্ট সূত্রে জানা যায়, চলতি অর্থবছরে সরকার খুলনা উন্নয়ন প্রকল্পের অধীন মনিরামপুর উপজেলার রোহিতা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে রোহিতা বাজার পর্যন্ত মোট দুই কিলোমিটার সড়ক পাকাকরণের জন্য এক কোটি ৯৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। সে অনুযায়ী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) থেকে দরপত্র আহ্বান করা হয়। কাজটি পান ঝিনাইদহের ঠিকাদারি প্রতিষ্ঠান ইমন এন্টারপ্রাইজের মালিক আলতাফ হোসেন। গত মার্চে ঠিকাদারকে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়। সে অনুযায়ী সড়কের কাজ শুরু করেছেন ঠিকাদার। কিন্তু রোহিতা গ্রামের কৃষক মীর নওশের আলীর অভিযোগ, সড়কের জন্য নির্ধারিত সরকারি জমি বাদ দিয়ে তার পুকুরপাড়ের তিন শতক জমি দখলের পর সড়ক নির্মাণ শুরু করেছেন ঠিকাদার।
এব্যাপারে জানার জন্য মেসার্স ইমন এন্টারপ্রইজের মালিক আলতাফ হোসেনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও ফোন ধরেননি তিনি। উপজেলা প্রকৌশল অধিদপ্তর অফিস থেকে জানা যায়, কাজটি ইমন এন্টারপ্রাইজের নামে থাকলেও তা বাস্তবায়ন করছেন মনিরামপুরের সিদ্দিকুর রহমানসহ কয়েকজন ঠিকাদার। ইমন এন্টারপ্রাইজের কাছ থেকে কাজটি নেন তারা। রোহিতা ইউপি চেয়ারম্যান আবু আনসার সরদার জানান, সড়কের জন্য নির্ধারিত জমি স্থানীয় ইউনুচ আলী নামে এক ব্যক্তির দখলে রয়েছে।
এলজিইডির উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম জানান, জমি নিয়ে স্থানীয়ভাবে মীমাংসা করা হলে সড়কের স্থান পরিবর্তন করা সম্ভব।
ইউএনও সৈয়দ জাকির হোসেন জানান, বিষয়টি তদন্ত করতে উপজেলা প্রকৌশলীকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : সামিউল্লাহ সামি। নির্বাহী সম্পাদক : মহসিন রায়হান। ব্যবস্থাপনা সম্পাদক : আকরাম হোসাইন। সহ-ব্যবস্থাপনা সম্পাদক : ওমর ফারুক। আইন উপদেষ্টা : মোঃ তৌহিদুল ইসলাম, এডভোকেট বাংলাদেশ সু্প্রিম কোর্ট ঢাকা।
প্রধান কার্যালয় : ২১৯ মাজার রোড, মিরপুর, ঢাকা-১২১৬। বার্তা ও সম্পাদকীয় কার্যালয় : আরএকে টাওয়ার (৯ম তলা), প্লট নং ১/এ, নিশাত নগর, তুরাগ, উত্তরা, ঢাকা-১২৩০। 📲 মোবাইল : ০১৭১৩৯২৬২৭৭, ০১৭১০১০১৬৯৯। বিজ্ঞাপন : ০১৭৭ ৯৭৪৬৬০৭ ☎️ ফোন : +৮৮০৯৬৩৮১৯২৪।
📧 Email : khoborerdakghar@gmail.com
“দৈনিক খবরের ডাকঘরে” প্রকাশিত সকল লেখার দায়ভার লেখক/প্রতিনিধির। আমরা লেখক/প্রতিনিধির চিন্তা ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল। প্রকাশিত লেখার সঙ্গে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল সব সময় নাও থাকতে পারে । তাই যে কোনো লেখার জন্য অত্র পত্রিকা দায়ী নহে। ডেইলি খবরের ডাকঘর
about-us contact-us privacy-policy terms-and-conditions
সর্বস্বত্ব সংরক্ষিত খবরের ডাকঘর. কম ©২০১৮ -২০২১||
Leave a Reply