দিপংকর দাস পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায় ৫নং কাকড়াবুনিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উপ-নির্বাচনে জাকির হোসেন খান, মোরগ প্রতীক নিয়ে ৩২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী আঃ জলিল চৌকিদার, ফুটবল প্রতীকে পেয়েছেন ৩২০ ভোট।
শনিবার ১০ অক্টোবর সকাল ৯ ঘটিকা থেকে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত একটানা ভোট চলে।
মির্জাগঞ্জের ৫নং কাকড়াবুনিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য পদের জন্য উপ-নির্বাচনে ১টি সদস্য পদের জন্য মোট ২ জন প্রার্থী প্রতিদ্ধন্ধিতা করেন, এরা হলেন মোঃ জাকির হোসেন খান (মোরগ) প্রতীক ও আঃ জলিল চৌকিদার (ফুটবল) প্রতীক।
মির্জাগঞ্জ উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, শান্তিপুর্ণভাবে উপ-নির্বাচন সম্পন্ন করতে যাবতীয় প্রস্ততি গ্রহণ করা হয়েছিলো। ৫নং কাকড়াবুনিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য পদের জন্য উপ-নির্বাচনে ৪৯নং দক্ষিন কলাগাছিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১টি মাত্র কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ১ হাজার ২০৮ জন। উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মোস্তাফিজুর রহমান প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন। ৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৮ জন পোলিং অফিসার নির্বাচনি দায়িত্ব পালন করেন। ইহা ছারা মির্জাগঞ্জ থানা অফিসার ইনচার্জ এম, সওকত আনোয়ারের নেতৃত্বে পুলিশ বাহিনীর তৎপরতা ছিলো ব্যাপক।
উল্লেখ্য, উক্ত এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি বার্ধক্যজনিত কারণে মারা যাওয়ায় সদস্য পদটি শুন্য ঘোষণা করে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলার ৫নং কাকড়াবুনিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সাধারণ সদস্যের আসনটি শুন্য হওয়ায় ১৬ই ফেব্রুয়ারি নির্বাচন কমিশন প্রথম তফসিল ঘোষনা করেন এবং করোনা পরিস্থিতির কারনে তা স্থগিত করা হয়। পরবর্তীতে আবার ১৩ই সেপ্টেম্বর নতুন করে তফসিল ঘোষনা করা হয়। এবং শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন হয়।
সম্পাদক ও প্রকাশক : সামিউল্লাহ সামি। নির্বাহী সম্পাদক : মহসিন রায়হান। ব্যবস্থাপনা সম্পাদক : আকরাম হোসাইন। সহ-ব্যবস্থাপনা সম্পাদক : ওমর ফারুক। আইন উপদেষ্টা : মোঃ তৌহিদুল ইসলাম, এডভোকেট বাংলাদেশ সু্প্রিম কোর্ট ঢাকা।
প্রধান কার্যালয় : ২১৯ মাজার রোড, মিরপুর, ঢাকা-১২১৬। বার্তা ও সম্পাদকীয় কার্যালয় : আরএকে টাওয়ার (৯ম তলা), প্লট নং ১/এ, নিশাত নগর, তুরাগ, উত্তরা, ঢাকা-১২৩০। 📲 মোবাইল : ০১৭১৩৯২৬২৭৭, ০১৭১০১০১৬৯৯। বিজ্ঞাপন : ০১৭৭ ৯৭৪৬৬০৭ ☎️ ফোন : +৮৮০৯৬৩৮১৯২৪।
📧 Email : khoborerdakghar@gmail.com
“দৈনিক খবরের ডাকঘরে” প্রকাশিত সকল লেখার দায়ভার লেখক/প্রতিনিধির। আমরা লেখক/প্রতিনিধির চিন্তা ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল। প্রকাশিত লেখার সঙ্গে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল সব সময় নাও থাকতে পারে । তাই যে কোনো লেখার জন্য অত্র পত্রিকা দায়ী নহে। ডেইলি খবরের ডাকঘর
about-us contact-us privacy-policy terms-and-conditions
সর্বস্বত্ব সংরক্ষিত খবরের ডাকঘর. কম ©২০১৮ -২০২১||
Leave a Reply