শিমুল কান্তি পাল, স্টাফ রিপোর্টার ::- মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় দৃষ্টি নন্দন দেশী ও পরিযায়ী পাখি এবং মাছের জন্য অন্যতম বিখ্যাত অভয়াশ্রম বাইক্কা বিলের প্রবেশ মুখে দোকানের সাইনবোর্ড ঝুলিয়ে অবৈধ দখলের অভিযোগ উঠেছে। । বড়গাঙ্গিনা সম্পদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুল ছুবান চৌধুরী এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ১১ অক্টোবর বাইক্কাবিল স্থায়ী অভয়াশ্রমের গাড়ী পার্কিং স্থান সংলগ্ন চাচার দোকান নামে একটি সাইনবোর্ড ঝুলানো হয়। এ বিষয়ে বাইক্কাবিল পার্শবর্তী হাজিপুর গ্রামের সাইফুদ্দিন, রুপালী মিয়া, সুন্দর আলী, মহসিন মিয়া সহ অজ্ঞাতনামা ৭/৮ জন ব্যক্তি জোরপূর্বক দখল করে গৃহনির্মানের অভিযোগ আনেন।
গৃহনির্মানের খবরে সংগঠনের সদস্য নিয়ে ঘটনা স্থলে গিয়ে সরকারী সম্পতিতে স্থাপনা নির্মানের কারন জিজ্ঞাসাাবাদ করলে উপরোক্ত ব্যক্তিবর্গ ক্ষিপ্ত ও উত্তেজিত হয়ে তাদের সহিত মারমুখি আচরণ ও হুমকী ধামকী প্রদান করে।
উল্লেখ্য যে, ইতিপূর্বে উক্ত সরকারী ভূমিতে উপরোক্ত ব্যক্তিবর্গ ঘর নির্মান করতে চাইলে সংগঠনের সদস্যগণের প্রতিবাদের মুখে স্থানীয় মুরব্বীগণের মধ্যস্থতায় তারা উপরোক্ত বেআইনি কাজ হতে বিরত থাকবে বলে অঙ্গিকার করা সত্ত্বেও তারা পূনরায় ঘর নির্মানের কাজ শুরু করেছে।
তাদের অবৈধ কার্যকলাপ বাস্তবায়িত হলে সরকারী সম্পত্তি বেহাত হওয়া সহ সংগঠনের অভয়াশ্রম ব্যবস্থাপনা সহ পরিবেশরক্ষা ও উন্নয়নমূলক নানাবিধ কাজ বাধাগ্রস্থ হবে।
দেশেবিদেশে সুনাম অর্জনকারী বাইক্কাবিলের অত্ত্বিত্ত হুমকীর মুখে পড়বে। এছাড়াও উপরোক্ত ভূমি দস্যুদের সাথে বড়গাঙ্গিনা স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের মধ্যে সম্ভাব্য উদ্ভুত পরিস্থিতির কারনে আইন-শৃঙ্খলার অবনতি সহ দাঙ্গা হাঙ্গামার সমূহ সম্ভাবনা রয়েছে।
এমতাবস্থায় সরকারী ভূমি উদ্ধার সহ সংগঠনের চরমান কার্যক্রম স্বতস্ফুর্ত রাখা সহ আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে যথাযথ আইনানুগ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের প্রশাসনের কাছে দাবী জানান।
অভিযোগ পাওয়ার বিষয়ে সত্যতা স্বীকার করে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম জানান, শ্রীমঙ্গলের ভূমি কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। ওখানে দুটি ম্যাপের সীমানা নির্ধারণ নিয়ে জটিলতা রয়েছে। কয়েকদিনের মধ্যে সার্ভেয়ার দিয়ে মাপানো হবে। এর আগ পর্যন্ত কোন প্রকার নির্মান না করার জন্য আপত্তি দিয়ে আসা হয়। বাইক্কাবিলের সুন্দর্য রক্ষায় উপজেলা প্রশাসনের সকল উদ্যেগ অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : সামিউল্লাহ সামি। নির্বাহী সম্পাদক : মহসিন রায়হান। ব্যবস্থাপনা সম্পাদক : আকরাম হোসাইন। সহ-ব্যবস্থাপনা সম্পাদক : ওমর ফারুক। আইন উপদেষ্টা : মোঃ তৌহিদুল ইসলাম, এডভোকেট বাংলাদেশ সু্প্রিম কোর্ট ঢাকা।
প্রধান কার্যালয় : ২১৯ মাজার রোড, মিরপুর, ঢাকা-১২১৬। বার্তা ও সম্পাদকীয় কার্যালয় : আরএকে টাওয়ার (৯ম তলা), প্লট নং ১/এ, নিশাত নগর, তুরাগ, উত্তরা, ঢাকা-১২৩০। 📲 মোবাইল : ০১৭১৩৯২৬২৭৭, ০১৭১০১০১৬৯৯। বিজ্ঞাপন : ০১৭৭ ৯৭৪৬৬০৭ ☎️ ফোন : +৮৮০৯৬৩৮১৯২৪।
📧 Email : khoborerdakghar@gmail.com
“দৈনিক খবরের ডাকঘরে” প্রকাশিত সকল লেখার দায়ভার লেখক/প্রতিনিধির। আমরা লেখক/প্রতিনিধির চিন্তা ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল। প্রকাশিত লেখার সঙ্গে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল সব সময় নাও থাকতে পারে । তাই যে কোনো লেখার জন্য অত্র পত্রিকা দায়ী নহে। ডেইলি খবরের ডাকঘর
about-us contact-us privacy-policy terms-and-conditions
সর্বস্বত্ব সংরক্ষিত খবরের ডাকঘর. কম ©২০১৮ -২০২১||
Leave a Reply