শিমুল কান্তি পাল, স্টাফ রিপোর্টার :- সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা এ বছর করোনার কারণে সীমিত করা হয়েছে। ঘরে ঘরে দেবী দুর্গার আগমনী বার্তা। কয়েকদিনের মধ্যে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গাপূজা। দেবী দুর্গাকে স্বাগত জানাতে মৌলভীবাজারে মূর্তি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। মন্ডপে মন্ডপে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা তৈরির কারিগররা। প্রতিমা তৈরি শেষে এখন চলছে রং তুলির আঁচর।
২২ অক্টোবর ষষ্ঠী তিথিতে শুরু হবে এবং ২৬ অক্টোবর দশমী তিথিতে প্রতিমা বির্সজনের মধ্যে দিয়ে শেষ হবে।
মৌলভীবাজার জেলায় এবার ৯৬৯ টি পূজা মন্ডপে পুজা হচ্ছে, তার মধ্যে সার্বজনীন পূজা ৮৪২ টি এবং ব্যক্তিগত ১২৭ টি। করোনাভাইরাসের কারণে এবারে স্বাস্থ্যবিধি মেনে পূজা করতে হবে। এ সম্পর্কিত ২৬টি নির্দেশনা রয়েছে। তাই আয়োজকরা পূজার আয়োজন সীমিত করেছেন।
করোনা পরিস্থিতিতে কিভাবে দুর্গাপূজা হবে সে অনিশ্চয়তা মাথায় নিয়েই মৌলভীবাজারের বিভিন্ন পূজা মন্ডপে তৈরি হচ্ছে প্রতিমা। কাঁদা-মাটি, বাঁশ, খড়, সুতলি দিয়ে শৈল্পিক ছোঁয়ায় তিলতিল করে গড়ে তোলা দেবী দুর্গার প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগররা। প্রতি বছর যেখানে বড় বড় মূর্তি হত এবার করোনার কারনে ছোট ছোট মূর্তি হচ্ছে, তাছাড়া মূর্তির কাজ কমে যাওয়াতে বিপাকে পরেছেন মৃৎশিল্পীরা।
শমশেরনগর পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক শ্রী বিজিত পাল বলেন মৃৎশিল্পীরা মূর্তি বানিয়ে তাদের সংসার চালায়, কিন্তু করোনা ভাইরাসের কারনে এবার দূর্গাপুজায় তাদের অবস্থা নাজুক, প্রধানমন্ত্রী মৃৎশিল্পীদের প্রতি সুদিষ্টি দিলে এই শিল্পকে বাঁচিয়ে রাখা যাবে।কমলগঞ্জ উপজেলার হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্রী নিরন্জন দেব বলেন বিগত বছরে মৌলভীবাজার জেলায় প্রায় এক হাজারের মত পূজা হয়েছে, এবার করোনা ভাইরাসের কারনে স্বাস্থ্যবিধি মেনে সুন্দর ভাবে পূজা পালন করতে গিয়ে মন্ডপের সংখ্যা কমিয়ে আনা হয়েছে। সার্বজনীন উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সবার সহযোগীতা প্রয়োজন বলে মনে করছেন।
মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোঃ ফারুক আহমদ জানান, দুর্গোৎসব যাতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক প্রস্তুতি রয়েছে। তাই পূজাকে সামনে রেখে এখন থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন ।
সম্পাদক ও প্রকাশক : সামিউল্লাহ সামি। নির্বাহী সম্পাদক : মহসিন রায়হান। ব্যবস্থাপনা সম্পাদক : আকরাম হোসাইন। সহ-ব্যবস্থাপনা সম্পাদক : ওমর ফারুক। আইন উপদেষ্টা : মোঃ তৌহিদুল ইসলাম, এডভোকেট বাংলাদেশ সু্প্রিম কোর্ট ঢাকা।
প্রধান কার্যালয় : ২১৯ মাজার রোড, মিরপুর, ঢাকা-১২১৬। বার্তা ও সম্পাদকীয় কার্যালয় : আরএকে টাওয়ার (৯ম তলা), প্লট নং ১/এ, নিশাত নগর, তুরাগ, উত্তরা, ঢাকা-১২৩০। 📲 মোবাইল : ০১৭১৩৯২৬২৭৭, ০১৭১০১০১৬৯৯। বিজ্ঞাপন : ০১৭৭ ৯৭৪৬৬০৭ ☎️ ফোন : +৮৮০৯৬৩৮১৯২৪।
📧 Email : khoborerdakghar@gmail.com
“দৈনিক খবরের ডাকঘরে” প্রকাশিত সকল লেখার দায়ভার লেখক/প্রতিনিধির। আমরা লেখক/প্রতিনিধির চিন্তা ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল। প্রকাশিত লেখার সঙ্গে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল সব সময় নাও থাকতে পারে । তাই যে কোনো লেখার জন্য অত্র পত্রিকা দায়ী নহে। ডেইলি খবরের ডাকঘর
about-us contact-us privacy-policy terms-and-conditions
সর্বস্বত্ব সংরক্ষিত খবরের ডাকঘর. কম ©২০১৮ -২০২১||
Leave a Reply