মনের ভেতর আজ উঁকি দিচ্ছে স্মৃতিগুলো।
কিছু প্রিয় মানুষ, কিছু গল্প, কিছু কথা!
পেছনে ফেলে এসেছি অনেকগুলো বছর
ফেলে এসেছি অনেকটা পথ।
আজ হঠাৎ মনটা ব্যাকুল হচ্ছে,
স্মৃতির পাতায় দুচোখ মেলে
খুঁজে চলেছি সেই প্রিয় মানুষগুলোকে।
যাদের কখনো ভুলিনি, ভোলা যায় না।
ওরা যে আমার বড্ড আপন ছিল,আমার প্রথম বন্ধু-সাথী
তাই তো ওদের আজো স্মৃতির পাতায় খুঁজি।
ওরা আজো রয়েছে হৃদয়ের মণিকোঠায়
চির অম্লান হয়ে।
আচ্ছা, ওরা কি আমায় মনে রেখেছে?
আমার কথা ওরা ভাবে?
আমার নাম কি ওদের মনে আছে?
আমার তো আজো মনে আছে ওদের নামগুলো পর্যন্ত।
আন্না,ফরিদা,মিম,সুইটি,শিহাব,তোহা,শিশির
ওরা তো রক্তের বাঁধনে বেঁধেছিল আমায়।
সব সময় বন্ধু হয়ে থাকবে বলেছিল
কিন্তু ভাগ্য আমাদের সঙ্গী হয়নি।
তাই তো ওদের ছেড়ে চলে এসেছি ফিরে
আমার আপন নীড়ে,সবুজ -শ্যামল গাঁয়ে।
শহরের ভীড়ে ওদের ছেড়ে এসেছি আজ অনেকগুলো বছর।
ছেড়ে এসেছি আমার প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান,
প্রিয় শিক্ষকদের।
তারাও কি আমায় মনে রেখেছে?
ক্লাসে প্রথম থাকতাম বলে
তাদের খুব আদরের ছিলাম।
কিন্তু তবুও তাদের অজান্তেই ছেড়ে চলে এসেছি।
বলে আসার সুযোগ হয়নি।
আচ্ছা, তারা কি আমায় নিয়ে ব্যথিত হয়েছিল?
আমাকে নিয়ে তারা যে স্বপ্ন দেখতো
তার জন্য কি আফসোস করেছিল!
হয় তো তাই হবে!
তবে তা কিছুদিনের মতো।
এরপর হয়তো সময়ের ব্যবধানে ভুলে গেছে আমায়।
কিন্তু আমি আজো ভুলিনি।
ভুলিনি আমার বড়দেশী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
ভুলিনি প্রিয় শিক্ষক সুলতানা শামীমা,আফরোজা বেগম,হোসনে আরা বেগম, ঝর্ণা পারভীন আর বারেক মহোদয়।
আজো ভুলিনি তাদের, ভুলবো না কোনোদিন।
নির্বাহী সম্পাদক : মহসিন রায়হান। ব্যবস্থাপনা সম্পাদক : আকরাম হোসাইন। সহ-ব্যবস্থাপনা সম্পাদক : ওমর ফারুক। আইন উপদেষ্টা : মোঃ তৌহিদুল ইসলাম, এডভোকেট বাংলাদেশ সু্প্রিম কোর্ট ঢাকা।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ২১৯ মাজার রোড, মিরপুর, ঢাকা-১২১৬।
📱 হটলাইন : ০১৭১৩৯২৬২৭৭, ০১৭১০১৪২০১৭।
📧 Email : khoborerdakghar@gmail.com
“দৈনিক খবরের ডাকঘরে” প্রকাশিত সকল লেখার দায়ভার লেখক/প্রতিনিধির। আমরা লেখক/প্রতিনিধির চিন্তা ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল। প্রকাশিত লেখার সঙ্গে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল সব সময় নাও থাকতে পারে । তাই যে কোনো লেখার জন্য অত্র পত্রিকা দায়ী নহে। ডেইলি খবরের ডাকঘর কতৃপক্ষ।
সর্বস্বত্ব সংরক্ষিত খবরের ডাকঘর নিউজ. কম ©২০১৮ ||
Leave a Reply