তন্ময় সরকার,কুমিল্লা প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি থেকে মোটরসাইকেলে করে মাদক পরিবহণকালে ১০০ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করে মডেল থানা পুলিশ।
গতকাল সোমবার সন্ধ্যায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দি হাসানপুর অংশের তাসফিন পাম্প এলাকা থেকে দাউদকান্দি মডেল থানা পুলিশের এসআই দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দুজনকে গ্রেফতার করে।এ সময় তাদের সাথে থাকা একটি ব্যাগ তল্লাশি করে বিশেষ কায়দায় কাগজ দিয়ে মোড়ানো ১০ টি প্যাকট থেকে ভারতীয় ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত (ঢাকামেট্টো-ল- ১৩-৮৫৯৮) মোটরসাইকেলটি ও জব্দ করা হয়।
আটককৃতরা হলেন,কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালবাগ গ্রামের আমান মিয়ার ছেলে জুয়েল(২৪) ও মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার হোসেন্দি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে সানিউর রহমান (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে এসআই দেলোয়ার সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে।তারা মোটরসাইকেলে করে কুমিল্লার শুয়াগাজী থেকে গজারিয়ার উদ্দেশ্য যাচ্ছিলো।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান দীর্ঘদিন ধরে তারা এভাবেই মাদক পরিবহন করে আসছিল।আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
ব্যবস্থাপনা সম্পাদক : আকরাম হোসাইন। আইন উপদেষ্টা : মোঃ তৌহিদুল ইসলাম, এডভোকেট বাংলাদেশ সু্প্রিম কোর্ট ঢাকা।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ২১৯ মাজার রোড, মিরপুর, ঢাকা-১২১৬।
📱 হটলাইন : ০১৭১৩৯২৬২৭৭, ☎️ +৮৮০৯৬৩৮১৯২৪।
📧 Email : khoborerdakghar@gmail.com
“দৈনিক খবরের ডাকঘরে” প্রকাশিত সকল লেখার দায়ভার লেখক/প্রতিনিধির। আমরা লেখক/প্রতিনিধির চিন্তা ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল। প্রকাশিত লেখার সঙ্গে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল সব সময় নাও থাকতে পারে । তাই যে কোনো লেখার জন্য অত্র পত্রিকা দায়ী নহে। ডেইলি খবরের ডাকঘর কতৃপক্ষ।
সর্বস্বত্ব সংরক্ষিত খবরের ডাকঘর নিউজ. কম ©২০১৮ ||
Leave a Reply