নিজস্ব প্রতিবেদক : করোনা পরিস্থিতির কারণে দেশের সরকারি বিদ্যালয়গুলোতে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে লটারির মাধ্যমে। মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকেলে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি কার্যক্রমের লটারির মাধ্যমে শিক্ষার্থীদের এই বাছাই করা হয়।
এরপর এক এক করে বিদ্যালয়সমূহ নিজ নিজ প্রতিষ্ঠানে সুযোগ প্রাপ্ত শিক্ষার্থীদের বিস্তারিত তথ্য প্রতিষ্ঠানের নোটিশবোর্ড, ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়।
সেখানে দেখা যায়, ‘মোছা. ওয়াসিমা আকতার লুবনা’ নামের একজন মেয়ে লটারিতে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। এছাড়া লটারিতে নির্বচিতদের তালিকায় ‘মো. বোরহানুজ্জামান’ নামের একজনের নাম, আইডি দুইবার দেখা গেছে।
এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি বেশ আলোড়ন সৃষ্টি করে। একের পর এক আইডি থেকে সেটি শেয়ার হতে থাকে। চলতে থাকে সমালোচনার ঝড়। মেয়ে হয়ে ছেলেদের স্কুলে ভর্তির সুযোগের ঘটনায় চলছে হাস্যরসও।
আদিব নামের একজন লিখেন, ইতিহাসে প্রথমবার মেয়ে হয়েও বয়েজ স্কুলে পড়ার সুযোগ পেয়েছে মেয়েটি, কংগ্রাচুলেশনস সিসটার। হাজারো কাটার ভিতর একটি গোলাপ হয়ে বেঁচে থেকো।
তিনি আরও লিখেন, আজ লটারি হয়েছে বলেই ১২০টি ভাই পেল তাদের একমাত্র বোনকে। মেয়েটির ভর্তি নিশ্চিত করা হোক।
মো. আলী আকবর বাবু নামের একজন লিখেন, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ভর্তির জন্য লটারির ফলাফলের তালিকায় মেয়ের নাম, কিভাবে সম্ভব? বয়সের তারতম্যও লক্ষণীয়। এছাড়া অনেকেই বয়সের তারতম্য নিয়ে প্রশ্ন তুলেছেন। কারণ ৭ বছরের অসংখ্য শিক্ষার্থীকে লটারিতে তৃতীয় শ্রেণীতে সুযোগ পেতে দেখা গেছে।
নির্বাহী সম্পাদক : মহসিন রায়হান। ব্যবস্থাপনা সম্পাদক : আকরাম হোসাইন। সহ-ব্যবস্থাপনা সম্পাদক : ওমর ফারুক। আইন উপদেষ্টা : মোঃ তৌহিদুল ইসলাম, এডভোকেট বাংলাদেশ সু্প্রিম কোর্ট ঢাকা।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ২১৯ মাজার রোড, মিরপুর, ঢাকা-১২১৬।
📱 হটলাইন : ০১৭১৩৯২৬২৭৭, ০১৭১০১৪২০১৭।
📧 Email : khoborerdakghar@gmail.com
“দৈনিক খবরের ডাকঘরে” প্রকাশিত সকল লেখার দায়ভার লেখক/প্রতিনিধির। আমরা লেখক/প্রতিনিধির চিন্তা ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল। প্রকাশিত লেখার সঙ্গে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল সব সময় নাও থাকতে পারে । তাই যে কোনো লেখার জন্য অত্র পত্রিকা দায়ী নহে। ডেইলি খবরের ডাকঘর কতৃপক্ষ।
সর্বস্বত্ব সংরক্ষিত খবরের ডাকঘর নিউজ. কম ©২০১৮ ||
Leave a Reply